Terms and Conditions
ENTER YOUR SITE TERMS AND CONDITIONS HERE
কোম্পানির আইনী স্বত্বা
সানসেট কুয়াকাটা হোটেল এ্যান্ড রিসোর্ট “কোম্পানি আ্ন ১৯৯৪” দ্বারা নিবন্ধিত ও পরিচালিত একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি। বাংলাদেশে ট্যুরিজমের অন্যতম প্রাণ কেন্দ্র সাগরকন্যা কুয়াকাটায় আন্তর্জাতিক মানের হোটেল এবং রিসোর্টের স্বপ্ন নিয়ে আমাদের পথচলা। পটুয়াখালী জেলার অন্তর্গত কুয়াকাটা জিরো পয়েন্ট ও সানসেট পয়েন্ট সমুদ্র সৈকত সংলগ্নে গড়ে উঠেছে আন্তর্জাতিক মানসম্পন্ন “Sunset Kuakata Hotel & Resort”
রিটার্ন পলিসি
ক) বিক্রয় বা হস্তান্তর যোগ্য সাফ-কবলা দলিল।
খ) সাফ-কবলা রেজিষ্টেশন নেওয়ার পর কেহ চাইলে শেয়ার হস্তান্তর বা বিক্রয় করতে পারবেন।
গ) সেক্ষেত্রে মালিকানা হস্তান্তরের জন্য একটা ফি কোম্পানিকে প্রদান করতে হবে।
ঘ) সাফ-কবলা রেজিষ্ট্রেশন নেয়ার আগে কেহ পূর্ব পরিশোধিত টাকা ফেরৎ চাইলে উপযুক্ত কারন উল্লেখ করে লিখিত আবেদন করতে পারবেন। আবেদনের ৩ মাসের মধ্যে জমাকৃত টাকা থেকে সার্বিস চার্জ বাবদ ১০% বাদ দিয়ে বাকি টাকা ফেরত প্রদান করা হবে।