কুয়াকাটায় শুটকির চাহিদা না থাকলেও দেশের বিভিন্ন স্থানে শুটকির চাহিদা থাকায় কুয়াকাটায় শুটকি শিল্পের যাত্রা শুরু হয়। সমুদ্র সৈকতের পশ্চিম পাশে লেম্বুর চরে অস্থায়ীভাবে বাশ দিয়ে শুটকির মাচা তৈরি করা হয়।
কিভাবে যাবেন
শুটক পল্লী কুয়াকাটা থেকে প্রায় 4 কিলোমিটার পশ্চিমে অবস্থিত। শুটকি তৈরির প্রক্রিয়া এখান থেকে হাতে-কলমে দেখতে পাওয়া যায়।লেবুর চর যাওয়ার পথে শুঁটকিপল্লী দেখতে পাওয়া যায়।