উমম, না বিষয়টি এমন নয়। কারন হোটেল ২ এর লোকেশন এ যাবার জন্য রাস্তার কাজ চলমান, আশা করছি আগামী ২/৩ বছরের মধ্যে রাস্তার কাজ পরিপূর্ণ ভাবে শেষ হয়ে যাবে, এবং এই লোকেশন এর আরো কিছু ভবিষ্যত সম্ভাবনা আছে,
ক) হোটেল ২ এর লোকেশন অপেক্ষাকৃত একটু শান্ত, নিরিবিলি পরিবেশ, যা অনেকের কাছে আকর্ষনীয় হবে।
খ) এখান থেকে ফাতরার বন তথা সুন্দরবন খুবই কাছে।
গ) এখানে ব্যালকনিতে বসেই সূর্যাস্ত উপভোগ করা যাবে।
ঘ) ভবিষ্যতে এখানে একটি জেটি করার প্লান রয়েছে সরকারের এবং রাস্তার কাজ শেষ হলে এখান থেকে যোগাযোগ ব্যবস্থা বিকল্প রাস্তা দিয়ে আরো ভাল হবে।
ঙ) তিন নদীর মোহনা থেকে ফাতরার বনের সাথে পরবর্তীতে গভরমেন্ট এর একটি ঝুলন্ত ব্রিজ করার পরিকল্পনা রয়েছে।
চ) আমাদের প্রজেক্ট ২ এর পাশে ভারতের তাজ গ্রুপ ও বাংলাদেশের ওয়েস্টিন গ্রুপ মিলে একটি যৌথ প্রজেক্ট হাতে নিয়েছে, তাছাড়া এখানে বাংলাদেশ সেনাবাহিনীরও একটা প্রজেক্ট রয়েছে।
সব মিলিয়ে হোটেল ১ এর লোকেশন ফিউচার এর জন্য খুবই গুরুত্বপূর্ণ লোকেশন হয়ে উঠবে আবাসিকের জন্য। আর বর্তমান সময়ে সী-ফুড ইনজয় করার জন্য একটি মানসম্মত খাবার হোটেল এ জায়গাটিতে খুবই ব্যবসা সফল হবে। উপরোক্ত সবকিছু বিবেচনায় হোটেল ১ এই মুহুর্তে একটি রেস্টুরেন্ট এবং স্বল্প আকারে থাকার ব্যবস্থা (কয়েকটা কটেজ/ ভিলা) এবং হোটেল ২ এর কাজ আগে শুরু করার প্লান রয়েছে।